Last Updated: March 12, 2012 09:22

তৃণমূলের কর্মী সম্মেলনে আড়ম্বরের বহর দেখে প্রশ্ন তুললেন দলেরই জেলা নেতা তথা বিধায়ক। রবিবার নদিয়ার শিমুরালির চাঁদুড়িয়ায় তৃণমূলের কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। প্রায় ৫ হাজার মানুষের জন্য ছিল ঢালাও খাওয়াদাওয়ার ব্যবস্থা।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলীয় বিধায়ক তথা নদিয়া জেলা চেয়ারম্যান নরেশ চাকি বিশাল এই আয়োজনের খরচ নিয়েই প্রশ্ন তোলেন। যদিও, স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের চাঁদায় নয়, দলের শুভানুধ্যায়ীরাই সম্মেলনের খরচ জুগিয়েছেন।
First Published: Monday, March 12, 2012, 09:22