Last Updated: July 9, 2013 15:54

পঞ্চায়েত ভোট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। মাঝে শুধু একটা দিন। তার পরের দিনই বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচনের প্রথম ধাপ। সরকার-কমিশন তরজা, কেন্দ্রীয় বাহিনী, হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট- এবারের পঞ্চায়েত নির্বাচনের মত ঘটনার ঘনঘটা গত ছ`বারে দেখার সুযোগ পায়নি রাজ্যের মানুষ। উৎসাহে ভরা পঞ্চায়েত নির্বাচন নিইয়ে কত খানি জানি আমরা? চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক আমাদের পঞ্চায়েত জ্ঞান।
১)রাজ্যের কোন দুটো জেলায় পঞ্চায়েত নির্বাচন হবে না?
২)একজন ভোটার সর্বাধিক কটা ভোট দিতে পারে?
৩)কত তম পঞ্চায়েত নির্বাচন এটি?
First Published: Tuesday, July 9, 2013, 15:54