Last Updated: January 4, 2014 21:50

বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মাসুল গুনছেন ভারতীয় ব্যবসায়ীরা। শুক্রবার রাতে সাতক্ষীরায় একটি ভারতীয় পন্যবাহী ট্রাক জ্বালিয়ে দিয়েছে জামাত সমর্থকরা। তারপর থেকেই ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বন্ধ আমদানি-রফতানি। সীমান্তেই পচছে কোটি কোটি টাকার খাদ্যপন্য।
গত দেড়মাস ধরেই অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ। কমবেশি তার প্রভাব পড়েছে দুদেশের বাণিজ্যেও। তবে, আন্তর্জাতিক পারমিট নিয়ে বাংলাদেশে যাওয়া ভারতীয় ট্রাকগুলি মোটের ওপর নিরাপদই ছিল। শুক্রবার রাত থেকে সেই নিরাপত্তা আর নেই।
সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে চরমে পৌছেছে অশান্তি। যার জেরে প্রায় বন্ধ আমদানি-রফতানি। উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্তে দাঁড়িয়ে শয়ে শয়ে ট্রাক।
প্রতিবেশি দেশের রাজনৈতিক অনিশ্চয়তার গুণাগার দিচ্ছেন সীমান্তের এপারের ব্যবসায়ীরা।
ব্যবসায়িক স্বার্থেই বাংলাদেশে রাজনৈতিক স্থিতি চাইছেন সীমান্তের এপারের মানুষ। কিন্তু, প্রতিবেশি দেশে কবে শান্তি ফিরবে তার গ্যারান্টি দিতে পারছেন না কেউই।
First Published: Saturday, January 4, 2014, 21:50