Last Updated: June 19, 2013 12:02

শেষ পর্যন্ত কংগ্রেসের হাত ধরেই বিহার বিধান সভায় আস্থাভোটে জয়ী হলেন নীতীশ কুমার। আজ বিধান সভার বিশেষ অধিবেশনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সহমত পোষণ করলেন উপস্থিত অধিকাংশ বিধায়করা।
প্রয়োজনীয় ১২২ টি ভোটের তুলনায় চারটি বেশি ভোট পকেটে নিয়ে হাসতে হাসতে আস্থা ভোটে জয় পেলেন। জেডিইউএর বিধায়কদের সঙ্গেই নীতিশের ঝুলিতে ভোট দিলেন প্রত্যেক কংগ্রেস বিধায়কও। পেলেন সিপিআই বিধায়দের ভোটও। ফলে ম্যাজিক ফিগার ১২২ ছুঁতে বস্তুত কোনও পরিশ্রমই করতে হল না নীতীশকে।
যদিও আজ অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সভা ছেড়ে বেরিয়ে যান ৯১ জন বিজেপির বিধায়ক। নীতীশের সংযুক্ত জনতা দলের বিরুদ্ধে ভোট দেন লালুপ্রসাদের আরজেডির ২২ জন বিধায়ক।
First Published: Wednesday, June 19, 2013, 16:31