Last Updated: August 31, 2012 19:06

ভূমিকম্পের জেরে দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশে জারি হল সুনামি সতর্কতা। আজ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপিনস। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৯। মাটির ৩৩ কিলোমিটার নীচে ছিল কম্পনের উত্স। ভূমিকম্পের পর ফিলিপিনস, জাপান, ইন্দোনেশিয়া, তাইওয়ান, বেলাউতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। গুয়াম দ্বীপেও পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
First Published: Friday, August 31, 2012, 19:06