Last Updated: August 18, 2013 17:58

ধৃত লস্কর জঙ্গি টুন্ডার সঙ্গে উঠে এল এ রাজ্যের যোগাযোগ। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, কলকাতার জেলেই বন্দি টুন্ডার শ্বশুর আবু তাহের। জঙ্গিদের পারাপার করা ও বিস্ফোরক আমদানির অভিযোগ রয়েছে বাংলাদেশি নাগরিক তাহেরের বিরুদ্ধে। এবারে তাই টুন্ডাকে জেরা করতে চায় কলকাতা পুলিসের এসটিএফও। এ দিকে টুন্ডাকে জেরা করেও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দিল্লি পুলিস।
করাচিতে টুন্ডাই লস্কর প্রধান হাফিজ সইদের সঙ্গে দাউদ ইব্রাহিমকে দেখা করিয়েছিল বলে জেরায় স্বীকার করেছেন তিনি। প্রায় দুদশক ধরে ভারতে বহু বিস্ফোরণে অভিযুক্ত টুন্ডার নাগাল শুক্রবারই পেয়েছিল দিল্লি পুলিস। এবারে ধৃত টুন্ডার জেরায় উঠে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য। লস্কর প্রধান হাফিজ সইদ, জাকিউর রহমান লখভি বা আজম চিমার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার কাজটা করত এই টুন্ডাই। এমনকী দাউদের সঙ্গে হাফিজের যোগাযোগের মাধ্যমও ছিল সে। টুন্ডাই করাচিতে হাফিজ সইদের সঙ্গে দাউদ ইব্রাহিমকে দেখা করিয়ে দিয়েছিল। করাচিতেই দাউদ পাকাপাকি ভাবে থাকে বলে পুলিসকে জানিয়েছে টুন্ডা।
২০১০ সালের কমনওয়েলথ গেমসেও টুন্ডা বড়সর হামলার পরিকল্পনা করেছিল বলে গোয়েন্দারা জানতে পেরেছে। মুম্বই হামলার প্রস্তুতি নিয়েও টুন্ডা পুঙ্খানুপুঙ্খভাবে জানত বলে গোয়েন্দারা জানতে পেরেছে। এজন্য পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের বিশেষ প্রশিক্ষণ হয়েছিল বলেও জেরায় জানিয়েছে টুন্ডা। ছাব্বিশ-এগারোর তদন্তের জন্য তাই টুন্ডাকে নিজেদের হেপাজতে নিতে চেয়ে আবেদন করেছে মুম্বই পুলিস।
টুন্ডার জঙ্গি কার্যকলাপের সঙ্গে এরাজ্যের যোগসূত্রেরও হদিশ মিলেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, টুন্ডার শ্বশুর আবু তাহের কলকাতারই জেলে বন্দি রয়েছে। বিস্ফোরক সহ জঙ্গিদের সীমান্ত পারাপার করিয়ে দেওয়ার অভিযোগে আবু তাহেরকে শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিসের এসটিএফ। বাংলাদেশের নাগরিক আবু তাহের রাজশাহির বাসিন্দা। বাংলাদেশে থাকার সময়ই তাহেরের মেয়েকে টুন্ডা বিয়ে করেছিল বলে গোয়েন্দাসূত্রে খবর। এবারে তাই টুন্ডাকেও জেরা করতে চায় কলকাতা পুলিস। এজন্য সোমবারই এসটিএফের একটি দল দিল্লি যাচ্ছে।
First Published: Sunday, August 18, 2013, 17:58