Last Updated: October 26, 2011 18:45

তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে চারশো উনষাট হয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ। তবে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত কারও উদ্ধারের সম্ভাবনা প্রায় নেই। বিভিন্ন এলাকায় উদ্ধারকাজ এখন শেষের দিকে। কিন্তু ত্রাণ নিয়ে মানুষের ক্ষোভ বেড়েই চলেছে। ত্রাণবন্টনে অব্যবস্থা, তাঁবুর অভাব, নিয়ে হাহাকার চারিদিকে। ত্রাণের জন্য এবার আন্তর্জাতিক মহলের কাছে সহযোগিতার আবেদন করেছে তুরস্ক সরকার।তিনদিন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর ভুমিকম্প বিধ্বস্ত এরকিসে উদ্ধার করা হয়েছে এক মহিলাকে। এর আগে মঙ্গলবার ছেচল্লিশ ঘন্টা ধ্বংসস্তূপের নিচে আটক থাকার পর উদ্ধার করা হয়েছিল চো্দ্দদিনের শিশু আজরাকে। পরে আজরা মাকেও উদ্ধার করা হয়। এই ঘটনার জেরে আশায় বুক বেঁধেছিলেন তুরস্কের মানুষ। বহু মানুষ অপেক্ষায় ছিলেন, তাদের প্রিয়জনদেরও হয়তো খবর মিলবে। কিন্তু সময় যত গেছে, ধ্বংসস্তূপ থেকে জীবিত কারও উদ্ধারের আশা তত ক্ষীণ হয়েছে।
বহু জায়গায় উদ্ধারকাজ শেষের পথে। তবে উদ্ধারকাজের থেকেও তুরস্ক প্রশাসনের সামনে বড় সমস্যা এখন ত্রাণ। ভূমিকম্প বিধ্বস্ত এরকিস থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম। সর্বত্রই মানুষের একটাই অভিযোগ, ত্রাণের কোনও চিহ্ন নেই। খাবার নেই, তাঁবু নেই। প্রবল ঠাণ্ডায় অসংখ্য মানুষ রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। মঙ্গলবার বৃষ্টি হওয়ায় গৃহহীন মানুষের ভোগান্তি আরও বেড়েছে। জায়গায় জায়গায় ত্রাণের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন মানুষ। কিছু জায়গায় ত্রাণ নিয়ে কাড়াকাড়িও হয়েছে। তুরস্কের রেড ক্রেসেন্ট লাগাতার ত্রাণসামগ্রী সরবরাহ করলেও, প্রয়োজনের তুলনায় তা খুবই কম। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক মহলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তুরস্ক সরকার।
First Published: Wednesday, October 26, 2011, 18:45