কোলাঘাটে উদ্ধার বিরল কচ্ছপ, turtle rescued in kolaghat

কোলাঘাটে উদ্ধার বিরল কচ্ছপ

কোলাঘাটে উদ্ধার বিরল কচ্ছপপূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেনান গ্রামে রূপনারায়ণ নদে উদ্ধার করা হল একটি বিরল প্রজাতির কচ্ছপ। আজ সকালে জেলেরা দেখতে পান তাঁদের মাছ ধরার জালে ধরা পড়েছে একটি কচ্ছপ। খবর দেওয়া হয় বনদফতরে। পরে পাঁশকুড়ার বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে কচ্ছপটিকে। এটি কুম্ভ প্রজাতির সামুদ্রিক কচ্ছপ বলে অনুমান বনদফতরের। পরে কচ্ছপটিকে শংকরপুর বা দীঘায় ছাড়া হবে বলে বনদফতরসূত্রে জানানো হয়েছে।

First Published: Wednesday, November 2, 2011, 12:41


comments powered by Disqus