Last Updated: January 6, 2014 16:02

অলিম্পিকে দু দুটো পদকজয়ী খেলোয়াড় এবার যমজ সন্তানের বাবা হলেন। তিনি কুস্তিগীর সুশীল কুমার। সুশীলের স্ত্রী সবিতা দিল্লির এক হাসপাতালে যমজ সন্তানের জন্ম দিলেন।
যমজ সন্তান হওয়ার পর হাসি মুখে সুশীল বললেন, ভগবান আমার প্রতি সহায়। আমার দুটো অলিম্পিক পদক এখন দুটো সন্তান, এর চেয়ে ভাল কিছু চাওয়ার থাকতেই পারে না।
২০১১ সালের ফেব্রুয়ারিতে নিজের গুরুর মেয়েকে বিয়ে করেন সুশীল।
২০০৮ বেজিং অলিম্পিকে কুস্তির ৬৬ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন সুশীল। একই বিভাগে সুশীল ২০১২ লন্ডন অলিম্পিকে জেতেন রুপো। ২০১৬ রিও অলিম্পিকে ওজন বাড়িয়ে ৭৪ কেজি বিভাগে লড়বেন সুশীল।
First Published: Monday, January 6, 2014, 16:02