রসায়নে নোবেল দুই মার্কিনির

রসায়নে নোবেল দুই মার্কিনির

রসায়নে নোবেল দুই মার্কিনির মেডিসিন, পদার্থবিদ্যার পর ঘোষিত হল রসায়নে এবছরের নোবেল বিজয়ীদের নাম। নোবেল জিতলেন দুই মার্কিন বিজ্ঞানী। মানব কোষ নিয়ে বিশেষ কাজের জন্য নোবেল পুরস্কারে সম্মানিত হলেন মার্কিন বিজ্ঞানী রবার্ট লেফকোউইজ ও ব্রায়ান কোবিলকা। 

রসায়নে নোবেল দুই মার্কিনির
বিশেষ কোনও ঘটনার প্রেক্ষিতে লক্ষ লক্ষ মানব কোষ কীভাবে সাড়া দেয় ও নির্দিষ্ট একটি কোষ থেকে অপর কোষের মধ্যে কীভাবে সেই প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে তা নিয়েই কাজ করছিলেন দুই বিজ্ঞানী। মূলত জি প্রোটিন কাপলড রিসেপটর নিয়ে কাজের জন্য যৌথভাবে তাঁরা এই সম্মান পেলেন। আমাদের দেহকোষে  হরমোন ও অসংখ্য নিউরোট্রান্সমিটারের প্রবেশদ্বার হিসেবে কাজ করে  এই রিসেপটরগুলি। 

বতর্মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মারিল্যান্ডের মেডিক্যাল ইন্সটিটিউটে গবেষনারত রয়েছেন লেফকোউইজ, কোবিলকা যুক্ত রয়েছেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে।  

First Published: Wednesday, October 10, 2012, 21:51


comments powered by Disqus