জঙ্গলমহলে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

জঙ্গলমহলে গুলির লড়াই, নিহত দুই জওয়ান

জঙ্গলমহলে গুলির লড়াই, নিহত দুই জওয়ান প্রায় দশ মাস পর মাওবাদী-যৌথবাহিনী গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত জঙ্গলমহল। গোয়ালতোড়ের মেটেলার জঙ্গলে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন দুই সিআরপিএফ জওয়ান। 

নিহত বিজয় মহাপাল ওড়িশার এবং এর এল রেড্ডি হায়দরাবাদের বাসিন্দা। গত কয়েকদিন ধরে ওড়িশা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমান্ত সংলগ্ন এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে তিন রাজ্যের বাহিনী একযোগে অপারেশন চালাচ্ছে। এক রাজ্য থেকে মাওবাদীরা যাতে পালিয়ে অন্য রাজ্যে আশ্রয় না নিতে পারে, সে জন্যই তিন রাজ্য একসঙ্গে এই অভিযানে সামিল। রবিবার রাতে গোয়ালতোড়ের মেটেলার জঙ্গলে যৌথবাহিনীর অভিযান চলার সময় আচমকা জওয়ানদের ওপর হামলা চালায় মাওবাদীরা। জঙ্গলমহল থেকে মাওবাদী কার্যকলাপ কার্যত মুছে গিয়েছিল। এই অবস্থায় আজকের এই ঘটনা নতুন করে উদ্বিগ্ন করেছে পুলিস প্রশাসনকে।  



First Published: Monday, October 1, 2012, 11:10


comments powered by Disqus