Last Updated: October 7, 2011 16:49

সন্ধেবেলায় খেতের কাজ শেষে আলের পথ ধরে বাডি় ফিরছিলেন এক কৃষক। হঠাত্ জমির তলা থেকে কান্নার শব্দ! তাড়াতাড়ি উপরের আলগা মাটি সরাতেই আর একপ্রস্থ
অবাক হওয়ার পালা। সদ্যোজাত শিশুকন্যাটি তখনও বেশ চনমনেই রয়েছে! সাম্প্রতিক অতীতে হিন্দিবলয় জুড়ে কন্যাভ্রূণ হত্যার নজির রয়েছে ভুরিভুরি। কিন্তু মধ্যপ্রদেশের গোন্ডার ঘটনা প্রমাণ করল, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শিশুকন্যা নিধনের পরম্পরাও চলছে সমানতালে। বরাতজোরে বেঁচে যাওয়া মেয়েটি আপাতত সুস্থই রয়েছে। সরকারি ডাক্তার জানিয়েছেন, জন্মের ৪৮ ঘণ্টার মধ্যেই তাকে মাটিতে পুঁতে মারার চেষ্টা হয়েছিল। রাজ্যের শিক্ষামন্ত্রী অর্চনা চিটনিস হাসপাতালে এসে মেয়েটিকে দেখে এসেছেন। পুলিসকে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে মন্ত্রী জানিয়েছেন, সন্ধান মিললেও কোনও অবস্থাতেই ফের খুনি অভিভাবকদের কাছে ফেরত পাঠানো হবে না শিশুকন্যাটিকে।
First Published: Friday, October 7, 2011, 16:49