বেসরকারি ব্যাঙ্কের ভল্ট থেকে দেহ উদ্ধার, Two died in suffocation in bank volt

ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের

ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়েরদুই নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করল মৃতের পরিবার। গতকাল কাশীপুরে বেসরকারি ব্যাঙ্কের ভল্টের ভিতরে অস্বাভাবিক ভাবে মৃত্যু হয় দুই নিরাপত্তাকর্মীর। দেহ দুটি ওই ব্যাঙ্কেরই নিরাপত্তা কর্মী দেবপ্রসাদ বৈদ্য এবং বাসুদেব ঘোষের। তাঁরা দুজনেই উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা। গতকাল ভল্টের দায়িত্বে ছিলেন এই দুই নিরাপত্তাকর্মী। রাতে ব্যাঙ্কে লোডশেডিং হয়ে যায়। দীর্ঘসময় ব্যাঙ্কের মধ্যে বিদ্যুত্‍ ছিল না। এয়ারকন্ডিশনারও কাজ করছিল না। ভল্টের ভিতরে জেনারেটর চলছিল। ফরেনসিক বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান কার্বন মনোক্সাইডের বিষক্রিয়াতেই দুই নিরাপত্তকর্মীর মৃত্যু হয়েছে। মৃত দেবপ্রসাদ বৈদ্য এবং বাসুদেব ঘোষ, দুজনেই উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা। রবিবার রাতে তাঁরা ভল্টের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

First Published: Tuesday, October 25, 2011, 12:01


comments powered by Disqus