Last Updated: January 26, 2013 14:45

দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের হোটেলে ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। ধৃত দুই অভিযুক্তের নাম খোকন ও সাদ্দাম। গত ২৪ তারিখ ডায়মন্ড হারবার থানার উল্টোদিকে একটি হোটেলে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে অভিযুক্তরা। এর পর তাঁকে রক্তাক্ত অবস্থায় রেখে পালায় দুষ্কৃতীরা।
দক্ষিণ ২৪ পরগনার কুলপির তিন ছাত্রী গত ২৪ তারিখ ডায়মন্ড হারবারে বেড়াতে যায়। সন্ধেয় ডায়মন্ড হারবার থানার ঠিক উল্টোদিকে একটি হোটেলে খাচ্ছিল তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তখনই একজন ছাত্রীর পরিচিত দুই যুবক তাঁকে হোটেলের দোতলায় নিয়ে যায়। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বাধা দিতে গেলে আটকে রাখা হয় ছাত্রীর দুই সঙ্গীকে। তারপর, নিগৃহীতাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালায় দুষ্কৃতীরা।
First Published: Saturday, January 26, 2013, 14:45