Last Updated: June 19, 2014 18:13
ঘটনাটি কোনও সিনেমার স্ক্রিপ্ট নয়। হাওড়ার বাগনানের বাসিন্দা দীপঙ্কর মালিকের সঙ্গে বিয়ে হয় শ্রাবন্তীর। দুজনের বয়স ২৪-র মধ্যে। বহুদিনের প্রেম তাদের। মেয়ের বাড়ি থেকে তাদের সম্পর্ক মানতে রাজি না হওয়ায় তারা পালিয়ে বিয়ে করে। বিয়ের পর ছেলের বাড়ি বাগনানে ফিরে যায়। কিন্তু বৃহস্পতিবার হঠাত নবদম্পতির অস্বাভাবিক মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, দীপঙ্কর ও শ্রাবন্তীর মধ্যে কোনও ঝগড়াঝাটি হয়নি। গতকাল রাত্রে বাড়ির সকলের একসঙ্গে খেয়ে ঘুমাতে যায়। কিন্তু পরের দিন সকালে অনেক ডাকাডাকি করেও তাদের সাড়া পাওয়া যায়নি। দরজা ভেঙে দেখা যায় দুজনে বিষ খেয়ে অচৈতন্য অবস্থায় শুয়ে আছে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দীপঙ্কর মারা যান।
এইরকম ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে আসে। পরিবারের লোক জানান, তাদের মধ্যে এমন কোনও অশান্তি হয়নি, যে এইরকম কাজ করবে। তবে পুলিস তদন্ত চালাচ্ছে। মেয়ের বাড়ি থেকে মৃত্যু নিয়ে কোনও মুখ খোলেননি। রহস্যের কিনার করতে গিয়ে বিছানার তলা থেকে পাওয়া গেছে একটি সুইসাইড নোট। লেখা আছে `আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নন`।
First Published: Thursday, June 19, 2014, 18:25