Last Updated: October 23, 2011 12:36

জঙ্গলমহল থেকে দুই মাওবাদীকে গ্রেফতার করল পুলিস। শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের ঘৃতখাম থেকে খোকন মাহাতো ওরফে দেবাং এবং অভিজিত মাহাতোকে গ্রেফতার করে পুলিস। দুজনের বিরুদ্ধে ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ মিশ্র এবং সিপিআইএম নেতা সুবোধ মাহাতোকে খুন সহ একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিস জানিয়েছে। খোকন মাহাতো ঝাড়গ্রামের দূষণ বিরোধী মঞ্চ নামের একটি সংগঠনের সদস্য বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা। অন্যদিকে রবিবারই গোয়ালতোড়ে ফের মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে। পোস্টারে যৌথবাহিনীর প্রত্যাহার, রাজনৈতিক বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। জঙ্গলমহল থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের পদত্যাগেরও দাবি জানানো হয়েছে ওই পোস্টারে।
First Published: Sunday, October 23, 2011, 23:33