Two more arrested in `AMRI Black-Friday`, আমরি কাণ্ডে ফের গ্রেফতার ২

আমরি কাণ্ডে ফের গ্রেফতার ২-এর ১০ দিনের পুলিসি হেফাজত

আমরি কাণ্ডে ফের গ্রেফতার ২-এর ১০ দিনের পুলিসি হেফাজতআমরিকাণ্ডে হাসপাতালের আরও দুই পদস্থ কর্তাকে গ্রেফতার করল  পুলিস। হাসপাতালের ভাইস-প্রেসিডেন্ট ডক্টর সত্যব্রত উপাধ্যায় ও সিনিয়র ম্যানেজার মেনটেন্যান্স সঞ্জীব পালকে গ্রেফতার করা হয়েছে।

এঁরা দুজনেই হাসপাতালে রোগীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হলে বিচারক তাঁদের দশদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। এর আগে হাসপাতালের আরও ছয় কর্তাকে গ্রেফতার করে পুলিস। আদালতে সরকারের হয়ে সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী শক্তি মুখোপাধ্যায়। অভিযুক্তদের আইনজীবী অশোক মুখোপাধ্যায় জানান, ধৃত দুজন কোনও ভাবেই হাসপাতালের লভ্যাংশের শরিক ছিলেন না। আমরিকাণ্ডে কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিস তিনশো চার-সহ একাধিক ধারায় মামলা রুজু করে। দমকলের পক্ষ থেকেও আমরির বিরুদ্ধে অগ্নিনির্বাপণ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, আমরির অগ্নিকাণ্ডের ঘটনায় পরিচালন সমিতির ছ`জনকে গ্রেফতার করে পুলিস। আমরিকাণ্ডে কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিস ৩০৪-সহ একাধিক ধারায় মামলা রুজু করে। দমকলের পক্ষ থেকেও আমরির বিরুদ্ধে অগ্নিনির্বাপণ আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।







First Published: Tuesday, December 13, 2011, 17:08


comments powered by Disqus