Last Updated: October 10, 2012 12:18
ভিন রাজ্যের ব্যবসায়ীর কাছ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা লুঠের ঘটনায় দুই পুলিসকর্মী সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। ধৃতদের মধ্যে একজন মানিকতলা থানার সাব ইন্সপেক্টর। অন্যজন কনস্টেবল। এছাড়া স্বপন মাইতি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা সিআইডি।
গোয়েন্দাদের দাবি, লুঠের মূল পরিকল্পণা ছিল তার। তাকে সাহায্য করেছিল মানিকতলা থানায় কর্তব্যরত
দুই পুলিসকর্মী। সেইসঙ্গে আরও দু`জনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। উদ্ধার হয়েছে দু`লক্ষ টাকা। গত তিরিশে সেপ্টেম্বর রবিবার দিনেদুপুরে উত্তর কলকাতায় অরবিন্দু সেতুর উপর গাড়ি থামিয়ে চেন্নাইয়ের এক ব্যবসায়ীর কাছ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা লুঠ করে দুষ্কৃতীরা। তারপরই ওই ব্যবসায়ী মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন। পরে ব্যবসায়ীকে জেরা করে তদন্ত শুরু করে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। অবশেষে গতকালই লুঠের ঘটনার কিনারা করল সিআইডি। আজ ধৃতদের আদালতে তোলা হবে।
First Published: Wednesday, October 10, 2012, 12:18