ভারতীয় কুস্তিকে গর্বিত করলেন হরিয়াণার দুই বোন

ভারতীয় কুস্তিকে গর্বিত করলেন হরিয়াণার দুই বোন

ভারতীয় কুস্তিকে গর্বিত করলেন হরিয়াণার দুই বোন কুস্তিতে ইতিহাস তৈরি করলেন গীতা আর ববিতা কুমারি। কানাডার এডমন্টনে চলতি বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিযোগিতায় মেডেলের `ডবল` করলেন এই দুই সহোদরা। শনিবার ৫৫ কেজি বিভাগে ব্রোঞ্জ পান গীতা। অন্য দিকে ইতিমধ্যেই চাইনিজ-তাইপেইয়ের সিন-জু-চিউকে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গেছেন তাঁর বোন ববিতা। অন্তত রুপো এখন তাঁর পকেটে।

এর আগে ২০০৬-এ চিন বিশ্ব চ্যাম্পিয়নশীপে অলকা তোমার ভারতের হয়ে একটি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। তার পর এই বারে এক লাফে দুটো পদক সত্যিই প্রশংসার দাবি রাখে। এই বারের চ্যাম্পিয়নশিপে মোট ৭টি বিভাগে অংশগ্রহণ করেছেন ভারতীয় মহিলা কুস্তিগিররা। গীতা আর ববিতা ছাড়া শিল্পী শেরন ৫৯ কেজি বিভাগে এবং নভজৎ কাউর ৬৭ কেজি বিভাগে পঞ্চম স্থানে শেষ করেছেন।

First Published: Saturday, September 29, 2012, 18:42


comments powered by Disqus