Last Updated: May 11, 2014 15:16

লক্ষাধিক টাকার মোবাইল চুরির ঘটনায় সপ্তম শ্রেণির দুই ছাত্রকে গ্রেফতার করল পুলিস। ধৃত ওই দুই ছাত্র ঘুষুড়ির বাসিন্দা। গত ১৪ই এপ্রিল রাতে উত্তর হাওড়ার জেএন মুখার্জি রোডে একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। পরদিন সকালে চুরির বিষয়টি নজরে আসে দোকান মালিকের।
ঘটনার তদন্তে নামে মালিপাঁচঘরা থানার পুলিস। লুঠ হওয়া মোবাইলগুলির ইএমআইই নম্বর ট্র্যাক করে গতকাল অভিযুক্তদের সন্ধান পায় পুলিস। ধৃত দুজন কুষুহা হিন্দি হাইস্কুলের ছাত্র। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মোবাইল। জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হয়েছে দুই ছাত্রকে।
First Published: Sunday, May 11, 2014, 15:18