যাত্রীকে অচৈতন্য করে লুঠ খড়গপুরে, two unconscious passenger found in neelachal express

যাত্রীকে অচৈতন্য করে লুঠ খড়গপুরে

যাত্রীকে অচৈতন্য করে লুঠ খড়গপুরেনীলাচল এক্সপ্রেসের এস-ওয়ান কামরা থেকে অচৈতন্য অবস্থায় দুজন যাত্রীকে উদ্ধার করল রেল পুলিস। তাঁদের সব কিছুই লুঠ হয়ে গিয়েছে বলে অভিযোগ। বুধবার দিল্লি থেকে পশ্চিম মেদিনীপুরে নিজের বাড়িতে ফিরছিলেন শেখ আব্বাস আলি মল্লিক এবং শেখ আমিরুল আলি। সহযাত্রীরা তাঁদের খাবার খেতে দেন। ওই দুজন অচৈতন্য হয়ে পড়েন। এই সুযোগে তাঁদের সর্বস্ব লুঠ হয়ে যায় বলে অভিযোগ। আজ সকালে বাঁকুড়া রেল পুলিস তাঁদের উদ্ধার করে। প্রাথমিক চিকিত্সার পর দুজনকে সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

First Published: Friday, November 4, 2011, 00:11


comments powered by Disqus