গুরগাঁওতে চলন্ত গাড়িতে ধর্ষিতা দুই , আটক চার

গুরগাঁওতে চলন্ত গাড়িতে ধর্ষিতা দুই , আটক চার

Tag:  Gurgaon rape New Delhi
গুরগাঁওতে চলন্ত গাড়িতে ধর্ষিতা দুই , আটক চারদিল্লির অদূরে গুরগাঁওতে চলন্ত গাড়িতে ধর্ষিত হলেন দুই মহিলা। দিল্লি নিবাসী এই দুই মহিলা আজ পুলিসের কাছে এই মর্মে অভিযোগ দায়ের করেছেন।  এঈ ঘটনায় মূল অভিযুক্ত দু'জন সহ মোট চারজনকে পুলিস আটক করেছে। 

পুলিস সূত্রে খবর বুধবার রাত ১টা থেকে ২টোর মধ্যে মেহরাউলিতে একটি পাবের বাইরে একটি গাড়ি ওই দুই মহিলাকে দিল্লিতে নামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। গাড়ইতে প্রাথমিক ভাবে শুধু ড্রাইভার থাকলেও রাস্তায় আরও দুই ব্যক্তি গাড়িতে ওঠে।

দিল্লি পুলিসের আধিকারিক মহেশ্বর দয়াল জানিয়েছেন আক্রান্ত মহিলারা অভিযোগ করেছেন ওই দুই ব্যক্তি তাঁদেরকে ধর্ষণ করে। গাড়িতে ওঠার দু'ঘণ্টা বাদে কোনও রকমে ওই দুই মহিলা গাড়ি থেকে নেমে পালয়ে আসেন ও পুলিসকে ফোন করেন।

মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে।











First Published: Thursday, June 27, 2013, 18:46


comments powered by Disqus