সিইও উদয় চোপড়া

সিইও উদয় চোপড়া

সিইও উদয় চোপড়াযশ চোপড়া ব্যানারের সদ্যস্থাপিত প্রোডাকশন সংস্থা ওয়াইআরএফ এন্টারটেনমেন্টের সিইও পদে যোগ দিলেন উদয় চোপড়া। ওয়াই আর এফ এন্টারটেনমেনটের মুল অফিস লস এঞ্জেলসে। খুব তাড়াতাড়িএই কোম্পানির ব্যানারে একটি নতুন অ্যামেরিকান কমেডি সিনেমা মুক্তি পেতে চলেছে। নাম `দ্য লঙ্গেস্ট উইক`। বাবা যশ চোপড়া প্রযোজিত সুপারহিট সিনেমা `মহব্বতে`তে আত্মপ্রকাশ করার পরে এতগুলো বছর কেটে গেলেও নায়ক হিসেবে দর্শক মনে দাগ কাটতে পারেননি উদয়। এ পর্যন্ত তাঁর ঝুলিতে উল্লেখ করার মত সিনেমা বলতে খালি `ধুম` সিরিজ। সেখানেও আবার সহনায়ক তিনি। এখন দেখার, প্রযোজনা সংস্থার প্রধান হিসেবে তিনি কতদূর সফল হতে পারেন!

First Published: Wednesday, November 23, 2011, 16:43


comments powered by Disqus