Last Updated: January 31, 2013 18:03

পরিচালক মোহিত সুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী উদিতা গোস্বামী। মঙ্গলবার সন্ধেয় মুম্বইয়ের ইস্কন মন্দিরে পাঞ্জাবি রীতি মেনে চার হাত এক হল উদিতা-মোহিতের। উপস্থিত ছিলেন দু`জনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা।
পাক্কা পাঞ্জাবি কনের মতোই কারুকার্য করা লাল লেহেঙ্গা চোলিতে সেজেছিলেন উদিতা। মোহিত পরেছিলেন লাল শেরওয়ানি। বলিউড তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন দিয়া মির্জা, কঙ্গনা রওনাত, মহেশ ভাট, মুকেশ ভাট, অনুরাগ বসু, জাকলিন ফার্নান্ডেজ, বিক্রম ভাট, শ্রদ্ধা কপুরের মতো গুটিকয়েক উদিতা-মোহিত ঘনিষ্ঠরা।
৩১ জানুয়ারি মহালক্ষ্মী রেস কোর্সে রয়েছে রিসেপশন পার্টি। আশা করা হচ্ছে বলিউডের চাঁদের হাট ভাঙবে সেখানেই। `জহর`, `কলিযুগ`, `উহ্ লমহে`, `রাজ`, `মার্ডার টু`-র মতো ছবি পরিচালনা করেছেন মোহিত। `পাপ`, `জহর`, `অকসর` ছবিতে অভিনয় করেছেন উদিতা।
First Published: Thursday, January 31, 2013, 18:03