১১৫ কিলো ওজন কমিয়ে নতুন জীবন ব্রিটেনের ভারী কন্যার

১১৫ কিলো ওজন কমিয়ে নতুন জীবন ব্রিটেনের ভারী কন্যার

Tag:  Georgia Davis
১১৫ কিলো ওজন কমিয়ে নতুন জীবন ব্রিটেনের ভারী কন্যারব্রিটিশ কন্যা জর্জিয়া ডেভিসের ওজন ছিল ৩৫০ কিলোগ্রাম! দিন দিন ওজন বাড়তে বাড়তে ২০ বছরের ডেভিডের শারীরিক সমস্যা বাড়ছিল। ওজনগত সমস্যার কারণেই ডেভিড ভর্তি করতে হয় হাসপাতালে।

হাসপাতালে ভর্তি হওয়ার পর একের পর এক অঙ্গ বিকল হতে শুরু করেছিল ডেভিডের। বাঁচার সম্ভাবনাও কমে আসছিল ব্রিটেনের সবচেয়ে ভারী কন্যার।

এরপরই ডাক্তারি চিকিত্‍সা আর ডায়েটের ফলে ২৩৫ কিলো ওজন কমিয়ে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এলেন ডেভিড। ডেভিড এখন নিউট্রেশনের ছাত্রী। ডায়েট আর সুস্থ থাকার ওপর একটা বইও লিখছে সে।

First Published: Monday, August 12, 2013, 13:43


comments powered by Disqus