ফের বাসে রেষিরেষিতে বলি

ফের বাসে রেষিরেষিতে বলি

Tag:  Ultodanga accident bus
ফের বাসে রেষিরেষিতে বলিদুটি বাসের রেষারেষির জেরে উল্টোডাঙা মোড়ে মৃত্যু হল এক পথচারীর। মৃতের পরিচয় জানা যায়নি। সোমবার সকালে উল্টোডাঙা ফুটব্রিজের নীচে এই দুর্ঘটনা ঘটে। ক্ষুব্ধ জনতা এরপরেই বাসটিতে ভাঙচুর চালায়। ৪৪এ রুটের দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল বলে অভিযোগ। সেই সময়ই একটি বাস ধাক্কা মারে ওই পথচারীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।  

First Published: Monday, April 2, 2012, 15:09


comments powered by Disqus