Uma Bharti says Jyotiraditya Scindia could have been real threat to BJP

বিজেপির জন্য কঠিন হবে জ্যোতি, মত উমা ভারতীর

জ্যোতিতে বিপদ দেখছেন উমা ভারতী। বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হতে যখন বেশি সময়ও বাকি নেই, তখনই এই মন্তব্য করলেন ভারতী। শিনিবার প্রকাশ্যে উমা মেনে নেন বিজেপির জন্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মার কঠিন হয়ে দাঁড়াতে পারে।

একটি ইংরাজি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উমা ভারতী বলেন, "জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাহুলের থেকে ভাল। তিনি যা করেছেন নিজের দমে করেছেন।" ভারতী আরও বলেন, "নির্বাচনি প্রচারে আমি এটা বলতে পারিনি। কিন্তু এখন বলছি। আমি জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে পছন্দ করি। রাহুল গান্ধীর থেকে তাঁর দক্ষতা অনেক বেশী।"

মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায় ফিরছে কি না? তা নিয়ে প্রশ্ন করায় উমা ভারতী জবাব দেন, "গত পাঁচ বছরে শিবরাজ সিং চৌহানকে আমি কখনও বসে থাকতে দেখিনি। কাজ করার চেষ্ঠাই তাঁর ইউএসপি।"

First Published: Sunday, December 8, 2013, 07:18


comments powered by Disqus