Last Updated: February 6, 2014 10:44

শিশুদের যৌননিগ্রহের ঘটনায় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ভ্যাটিকানের ভূমিকার নজিরবিহীন সমালোচনা করল রাষ্ট্রসংঘ। গত বুধবার রাষ্ট্রসংঘের শিশু অধিকার রক্ষা কমিটির রিপোর্টে, যৌননিগ্রহে অভিযুক্ত এবং সন্দেহভাজন যাজকদের অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
তাদের অভিযোগ, ভ্যাটিকানের ব্যবস্থায় নিগৃহীতরা ন্যায়বিচার তো পাচ্ছেই না, উল্টে পার পেয়ে যাচ্ছে দোষীরা। এধরনের অভিযোগ নিয়ে ভ্যাটিকানের গোপনীয়তা রক্ষারও কড়া সমালোচনা করেছে রাষ্ট্রসংঘ। অবিলম্বে জমে থাকা অভিযোগগুলি সামনে এনে তদন্ত শুরু করার কথাও বলা হয়েছে।
গভীর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রসংঘের কমিটি বলেছে, শিশুদের ওপর যৌননিগ্রহের ঘটনা বেড়ে চললেও তা স্বীকার করছে না ভ্যাটিকান। এমনকি ঘটনাগুলি চিহ্নিত করারও কোনও চেষ্টা করছে না। শিশু সুরক্ষার বিষয়েও ভ্যাটিকান প্রয়োজনীয় কোনও ব্যবস্থা নিচ্ছে না। ভ্যাটিকান অবশ্য রাষ্ট্রসংঘের রিপোর্টটি খতিয়ে দেখে শিশুদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
First Published: Thursday, February 6, 2014, 10:44