বিশ্বজয়ের পরে বিজ্ঞাপনে অনূর্ধ্ব উনিশ দল

বিশ্বজয়ের পরে বিজ্ঞাপনে অনূর্ধ্ব উনিশ দল

বিশ্বজয়ের পরে বিজ্ঞাপনে অনূর্ধ্ব উনিশ দলবিশ্বকাপ জেতার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিজ্ঞাপনের প্রস্তাব আসতে শুরু করেছে উন্মুক্ত চন্দ, অপরাজিতদের সামনে। এবিষয় আগ্রহ দেখাতে শুরু করেছে বেশ কিছু বিজ্ঞাপন সংস্থা। প্রফেশনাল ম্যানেজমেন্ট গ্রুপের অধিকর্তা মেলরয় ডিস্যুজা সংবাদমাধ্যমকে জানান, কয়েকমাসের মধ্যেই ৩-৪ জন উঠতি তারকাদের বিজ্ঞাপন জগতে দেখতে পাওয়া যাবে। খুব তাড়াতাড়িই এঁদের সঙ্গে চুক্তি সাক্ষরের কথাও ভাবা হচ্ছে।

অনূর্ধ্ব উনিশ দলের অধিনায়ক উন্মুক্ত চন্দের বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত পারর্ফম্যান্স ভারতীয় মূল দলের বিশ্বকাপে বিরাট কোহলির কথা মনে করিয়ে দেয়। কলেজ স্পোর্টস ম্যানেজমেন্ট-এর ম্যানেজিং পার্টনার লতিকা খানেজা বলেন, উন্মুক্ত চন্দ প্রতিভা ও সঠিক মানসিকতার নিখুঁত মিশ্রণ। বিজ্ঞাপন জগতে পোস্টার-বয় হওয়ার সব গুনই আছে তাঁর মধ্যে। বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা তাকে নিয়ে কাজ করতে আগ্রহী হতে পারে।

উন্মুক্ত চন্দের মতো বাবা অপারাজিত, হরপিত সিং, প্রশান্ত্ চোপড়া, স্মিত প্যাটেল, কমল পাসি-রাও বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার নজরে এসেছে বলে সূত্রে খবর।

First Published: Tuesday, August 28, 2012, 13:47


comments powered by Disqus