Under-construction building collapses in south Goa, 4 feared dead

দক্ষিণ গোয়ায় ভেঙে পড়ল নির্মিয়মান বহুতল, ৪ জনের মৃত্যুর আশঙ্কা

দক্ষিণ গোয়ায় কনাকোনায় ছ`তলা বহুতল ভেঙে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী ৫০-৭০ জন শ্রমিক তখন কাজ করছিল বহুতলটিতে। তখনই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে। পিটিআই জানাচ্ছে অন্তত ৪০ জন মজদুর ধ্বংসস্তূপের মধ্যে আটকে রএয়ছেন।

পুলিস সুপার জানিয়েছেন শনিবার বেলা ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। শুরু হয়েছে উদ্বার কাজ। মৃত্যে সংখ্যা পাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

First Published: Saturday, January 4, 2014, 17:00


comments powered by Disqus