পথ দুর্ঘটনায় কবলে পড়ে প্রয়াত হলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডে

পথ দুর্ঘটনায় কবলে পড়ে প্রয়াত হলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডে

পথ দুর্ঘটনায় কবলে পড়ে প্রয়াত হলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডেপ্রয়াত হলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গোপীনাথ মুন্ডে। আজ সকাল ৬টা ৩০ নাগাদ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এইমসে ভর্তি হন তিনি। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়। দিল্লি থেকে মুম্বই যাওয়ার কথা ছিল মুন্ডের।

তাঁকে ভর্তি করা হয় সবদরজং হাসপাতালে। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গোপীনাথ মুণ্ডেকে দেখতে এইমসে যান কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন ও নিতিন গড়করি। হাসপাতাল সূত্রে খবর সকাল ৮টা নাগাদ মারা গেছেন তিনি।

সকাল সাড়ে ৬টা নাগাদ মোতি বাগ অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে।

First Published: Tuesday, June 3, 2014, 09:00


comments powered by Disqus