Last Updated: September 14, 2012 16:06

ভাড়া বৃদ্ধির দাবিতে বাস ধর্মঘটের ডাক দিল বাস মালিক সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট। আগামী ১৭সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা।
জয়েন্ট কাউন্সিলের দাবি, সরকার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত না নিলে তাঁদের পক্ষে কোনওভাবেই বাস চালানো সম্ভব নয়। ভাড়া না বাড়লে আগামী সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ৮৭ হাজার বাস চলবে না বলে জয়েন্ট কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে। ভাড়াবৃদ্ধির দাবি জানিয়েছে মিনিবাস সংগঠনও। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা। এর মধ্যে ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত না হলে বৃহত্তর আন্দোলন হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
First Published: Friday, September 14, 2012, 16:06