চাঁদা দিতে না চাওয়ায় হেনস্থা অধ্যাপককে

চাঁদা দিতে না চাওয়ায় হেনস্থা অধ্যাপককে

চাঁদা দিতে না চাওয়ায় হেনস্থা অধ্যাপককে পুজোর চাঁদা দিতে না চাওয়ায় হুমকি, হেনস্থা। যাদবপুরের বিধানপল্লিতে নিগ্রহের শিকার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অভিযোগ উঠেছে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে। হুমকির জেরে রীতিমত আতঙ্কে প্রেসিডেন্সির অধ্যাপক কল্যাণ দাস।  

প্রেসিডেন্সির অধ্যাপক কল্যাণ দাস। কয়েক মাস হল যাদবপুরের বিধানপল্লি এলাকার বাসিন্দা। গত সোমবার পুজোর চাঁদার জন্য ওই অধ্যাপকের কাছে যান স্থানীয় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সদস্যরা। পুজোয় চাঁদা দেন না তিনি, ক্লাব সদস্যদের  জানিয়ে দেন অধ্যাপক। তখনকার মত ফিরে আসেন পুজো কমিটির সদস্যরা। অধ্যাপকের অভিযোগ, পরদিন তাঁকে রাস্তাতেই হেনস্থা করা হয়। হুমকি দেওয়া হয় পাড়া ছাড়ার।
 
হুমকির জেরে রীতিমতো আতঙ্কে রয়েছেন ওই অধ্যাপক। কল্যাণ দাসের অভিযোগ, মৌখিকভাবে পুরো ঘটনা পুলিসকে জানিয়েছেন তিনি। কিন্তু পুলিস কোনও ব্যবস্থা নেয়নি। বরং লিখিত অভিযোগ দায়ের করার পরামর্স দিয়েছে।  

First Published: Wednesday, October 9, 2013, 16:46


comments powered by Disqus