Last Updated: December 27, 2013 14:57
বিধাননগর আদালতে তোলা হল সিদ্ধার্থ গুহকে। সিদ্ধার্থ গুহ সল্টলেকের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। বিশ্ববিদ্যালয়েরই এক মহিলা কর্মীকে একের পর এক অশালীন এসএমএস ও ইমেল পাঠানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
মাসখানেক আগে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের ওই মহিলা কর্মী। মহিলার অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই ঘটনা জানানোর পর অ্যাসিড ছুঁড়ে মুখ পুড়িয়ে দেওয়ার হুমকি দেন রেজিস্ট্রার। এরআগে বারাসত আদালত ও হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের আগাম জামিনের আবেদনও খারিজ হয়ে যায়। বৃহস্পতিবার রেজিস্ট্রারকে ডিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় বিধাননগর দক্ষিণ থানার পুলিস। মহিলাকে পাঠানো এসএমএস ও অশালীন ই মেল পাঠানোর অভিযোগেই গ্রেফতার করা হয় অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারকে।
First Published: Friday, December 27, 2013, 14:57