সাউথ পয়েন্ট স্কুলে প্রথম শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

সাউথ পয়েন্ট স্কুলে প্রথম শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

সাউথ পয়েন্ট স্কুলে প্রথম শ্রেণির ছাত্রের অস্বাভাবিক মৃত্যুপ্রথম শ্রেণির এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল সাউথ পয়েন্ট স্কুলে। আজ সকালে টিফিনের সময় অসুস্থ হয়ে পড়ে রাজন্য সরকার নামে ওই ছাত্র। করিডরের মধ্যেই অচৈতন্য হয়ে পড়ে সে।

প্রথমে স্কুলেরই সিক রুমে নিয়ে যাওয়া হয় রাজন্যকে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে রাজন্নকে মত ঘোষণা করেন চিকিত্সকরা। ওই ছাত্রের পরিবারের অভিযোগ, স্কুলে দীর্ঘক্ষণ বিনা চিকিতসায় ফেলে রাখার জন্যই মৃত্যু হয়েছে রাজন্নর। ঘটনার প্রতিবাদে দীর্ঘক্ষণ স্কুলে বিক্ষোভ দেখান অন্য অভিভাবকরা। পরে পুলিসি নিরাপত্তায় ছাত্রছাত্রীদের স্কুল থেকে বের করে নিয়ে আসা হয়। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে।

First Published: Thursday, May 8, 2014, 16:39


comments powered by Disqus