Last Updated: October 1, 2011 10:17

আফজল গুরুর ফাঁসি রদের দাবিতে আন্দোলনে নেমে গ্রেফতার হলেন জম্মু অ্যান্ড কাশ্মীর লিবারেশন ফ্রন্টের চেয়ারম্যান ইয়াসিন মালিক। আর এই ঘটনা ঘিরে ফের উত্তেজনা ছড়াল
শ্রীনগরে। শুক্রবার বিকেলে রাজধানী শহরের মাইসুমা এলাকায় ২০০১-এর সংসদ হামলার মূল চক্রীর মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে একটি জনসভার আয়োজন করে জেকেএলএফ।
সংগঠনের প্রধান ইয়াসিন মালিক যোগ দেন এই সভায়। সভা থেকে মিছিল করে বাদশা চকের দিকে যাওয়ার সময় ইয়াসিন মালিক এবং তাঁর জনা পনের সমর্থককে আটক করে পুলিস।
এরপরই শ্রীনগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গায় পথ অবরোধ, ছোটখাটো হাঙ্গামার ঘটনা ঘটে। পরিস্থিতি মোকাবিলায় বাড়তি নিরাপত্তাবাহিনী
মোতায়েন করতে হয় প্রশাসনকে। অন্যদিকে অনন্তনাগ জেলার বিজবেহরায় পুলিশি হেপাজতে সইদ মহম্মদ ইউসুফ নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায় দক্ষিণ কাশ্মীরে। স্থানীয় মানুষের দাবি, ৫৫ বছরের সইদ মহম্মদ ইউসুফ শাসক ন্যাশনাল কনফারেন্সের সক্রিয় কর্মী ছিলেন। অভিযোগ, রাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নাসির আসলাম সঙ্গে বিরোধের কারণেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
First Published: Saturday, October 1, 2011, 11:58