সরকারি ব্যয়সঙ্কোচ বিতর্কে উত্তাল স্পেন

সরকারি ব্যয়সঙ্কোচ বিতর্কে উত্তাল স্পেন

সরকারি ব্যয়সঙ্কোচ বিতর্কে উত্তাল স্পেনইউরো কাপ জয়ের উত্তেজনা থিতিয়ে যাওয়ার পরই আর্থিক সংকটে জর্জরিত স্পেনে মাথা চাড়া দিল বিক্ষোভ। পুলিস-জনতা সংঘর্ষে উত্তেজনা ছড়াল রাজধানী মাদ্রিদ শহরে। সরকারের ব্যয়সঙ্কোচ নীতির প্রতিবাদে মাদ্রিদের পুয়েত্রা দ্য সোল এলাকায়, ব্যয় সঙ্কোচ নীতির প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন মানুষ। শান্তিপূর্ণ সেই বিক্ষোভ সংঘর্ষের চেহারা নেয়। বিক্ষোভকারীরা স্থানীয় দোকানপাট ভাঙতে শুরু করলে, প্রথমে লাঠি চালায় পুলিস। পরে, বিক্ষোভকারীদের দিকে রাবার বুলেট ছোড়া হয়। ঘটনায় কয়েকজন বিক্ষোভকারী সামান্য আহত হয়েছেন।

First Published: Friday, July 20, 2012, 13:27


comments powered by Disqus