Last Updated: December 16, 2013 20:32

উত্তরপ্রদেশের এক বড়সড় ডাকাতদল গ্রেফতার হল হুগলির পাণ্ডুয়ায়। হুগলির বিভিন্ন ব্যাঙ্ক, দোকান, সাধারণ মানুষের বাড়িতে ডাকাতির পাশাপাশি ডাকাত দলটি মাঝেমধ্যেই হানা দিত বর্ধমান, বীরভূমেও। পুলিস জানিয়েছে কম্বল বিক্রির বাহানায় এলাকায় রেইকি করতো গ্রেফতার হওয়া ডাকাতরা।
সাধারণ কম্বল বিক্রেতার সাজে এলাকায় ঘুরে বেড়ানোয় ডাকাতদের কোনও ভবেই সন্দেহ করত না কেউ। গতকাল গভীর রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিস জিটি রোডের ধারে ওই ডাকাত দলটিকে ধরে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি ওয়ানশাটার, কুড়ি রাউন্ড কার্তুজ সমেত চারশ গ্রাম সোনার গহনা। খবর শুনে স্বস্তির নিঃশ্বাস স্থানীয়দের।
First Published: Monday, December 16, 2013, 20:32