UP Home Secy says nobody dies of cold; Akhilesh tells him to mind his words

উত্তর প্রদেশের স্বরাষ্ট্র সচিব বলছেন ঠাণ্ডায় কোনও শিশুর মৃত্যু হয়নি, মন্তব্যের জন্য সাবধান করলেন অখিলেশ

 উত্তর প্রদেশের স্বরাষ্ট্র সচিব বলছেন ঠাণ্ডায় কোনও শিশুর মৃত্যু হয়নি, মন্তব্যের জন্য সাবধান করলেন অখিলেশ  উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের পর এবার স্বরাষ্ট্র সচিব। শীতের দাপটে মুজাফফরনগরে দাঙ্গা শিবিরে শিশু মৃত্যুর কথা অস্বীকার করলেন উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র সচিব একে গুপ্তা। রাজ্যের উচ্চ পর্যায়ের একটি তদন্তের ভিত্তিতে গুপ্তা বলেন, শিবিরে শিশু মৃত্যুর কারণ ঠাণ্ডা নয়, অন্য কিছু। তাঁর কথায়, "নিউমোনিয়ায় শিশুদের মৃত্যু হয়েছে, ঠাণ্ডায় নয়।" তাঁর যুক্তি, ঠাণ্ডাই যদি শিশু মৃত্যুর কারণ হত, তাহলে শিবিরে সবাই মারা যেত।

তিনি আরও বলেন, "অসুস্থ শিশুদের তাঁদের অবিভাবকরাই শিবিরের বারিয়ে নিয়ে গিয়ে চিকিৎসা করান। জার জেরেই মৃত্যু হয় তাঁদের।" স্বরাষ্ট্র মন্ত্রীর দাবি, কিছু শিশুর মৃত্যু হয়েছে নিমোনিয়া, কিছু শিশুর মৃত্যুর কারণ ডিপথেরিয়া। অন্য সদ্যজাতদের মৃত্যু সময়ের আগে জন্মের জন্য হয়েছে বলে দাবি করেছেন তিনি।

প্রত্যেকটি শিশু স্বাস্থ্য পরিষেবা পেয়েছে। শিবিরে থাকা অবস্থায় কারও মৃত্যু চিকিৎসায় গাফিলতিতে হয়েছে, এমনটা মানতে রাজি নয় সরকার। তবে স্বারাষ্ট্র সচিবের মন্তব্যকে সমর্থন করলেও, সরকারি আধিকারিকদের মন্তব্য করার আগে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেন, "সংবাদ মাধ্যমে মন্তব্য করার আগে সরকারী আধিকারিকদের ওপর মহলে আলোচনা করা উচিৎ।" রাজ্য সরকার শিবিরে আশ্রিতদের সঙ্গে কথা বলে তাঁদের ঘরে ফেরানোর চেষ্টা করলেও, কেউ কেউ গোটা ঘোটনার রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করছে বলে অভিযোগ করেন যাদব।






First Published: Friday, December 27, 2013, 16:56


comments powered by Disqus