Last Updated: January 15, 2014 14:50

ফিরোজাবাদে মহিলাদের ওপর পুলিসি অত্যাচারের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারকে আজই নোটিস পাঠাচ্ছে জাতীয় মহিলা কমিশন। ক্যামেরায় যে পুলিসকর্মীদের দেখা গিয়েছে, তাঁদের শাস্তির দাবি জানিয়ে নোটিস দেওয়া হচ্ছে। জানিয়েছেন মহিলা কমিশনের চেয়ারম্যান মমতা শর্মা। এ ঘটনার তীব্র নিন্দা করেছে জাতীয় মহিলা কমিশন। এদিকে সেদিনের ঘটনায় চার পুলিসকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তবে এরই মধ্যে সাফাই দিয়েছে উত্তরপ্রদেশ পুলিস। পুলিসের দাবি, সোমবার মহিলাদের বিক্ষোভ হটাতে বেগ পেতে হয় পুলিসকর্মীদের। প্রচণ্ড কুয়াশার মধ্যেই পুলিসকর্মীদের লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট ছোঁড়ে। দাবি পুলিস কর্তাদের।
১৪ তারিখ ফিরোজাবাদের রাস্তায় মহিলাদের বেধড়ক পেটায় পুলিস। চড়-থাপ্পর, কিল-ঘুসি চলেছে অনবরত। সঙ্গে লাঠির মার। সেদিন রাতে এন-এইচ-টু হাইওয়েতে এক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। ওই ঘটনার প্রতিবাদে হাইওয়েতে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। ছিলেন এলাকার মহিলারাও। পুলিস ঘটনাস্থলে পৌছে তাঁদের সরাতে আচমকা লাঠিচার্জ শুরু করে দেয়।
First Published: Wednesday, January 15, 2014, 14:50