Last Updated: March 29, 2013 11:09

ইউপিএ থেকে মুলায়ম সিংয়ের সমর্থন প্রত্যাহারের সম্ভাবনার কথা স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ডারবানের ব্রিক শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তবে একের পর এক ইউপিএ শরিক এভাবে জোট ছেড়ে বেরোলেও দেশে আগাম নির্বাচনের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন প্রধানমন্ত্রী।
জানিয়ে দিয়েছেন, শরিকদের তরফে চাপ সত্ত্বেও সরকার সংস্কারের রাস্তা থেকে সরে আসবে না।
তৃতীয় দফায় দেশের প্রধানমন্ত্রীত্বের দৌড়ে নামার বিষয়েও এদিন জল্পনা জিইয়ে রাখেন মনমোহন সিং। জানিয়ে দেন, এখনই এনিয়ে কথা বলার সময় আসেনি।
First Published: Friday, March 29, 2013, 11:09