US court asks Sonia Gandhi to show passport

সোনিয়া গান্ধীকে পাসপোর্টের প্রতিলিপি জমা দিতে বলল মার্কিন আদালত

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে তাঁর পাসপোর্টের প্রতিলিপি জমা দিতে নির্দেশ দিল মার্কিন আদালত। গত বছর ২ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর, তিনি আমেরিকায় ছিলেন না, তার প্রমাণ হিসেবে পাসপোর্টের প্রতিলিপি চাওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মামলা খারিজের দাবি জানিয়ে ব্রুকলিনের একটি আদলতে আবেদন করেন সোনিয়া গান্ধী।

সোনিয়া গান্ধী জানান, সে সময় মার্কিন মুলুকে না থাকার কারণে তিনি কোনও সমন পাননি। এরপরই এই নির্দেশ দিল মার্কিন আদালত। সোনিয়া গান্ধীকে এপ্রিলের সাত তারিখের মধ্যে পাসপোর্টের প্রতিলিপি জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।

First Published: Friday, March 21, 2014, 15:00


comments powered by Disqus