হেডলির স্বীকারোক্তির টেপপ্রকাশের অনুমতি, us court order to release headley tape

হেডলির স্বীকারোক্তির টেপপ্রকাশের অনুমতি

হেডলির স্বীকারোক্তির টেপপ্রকাশের অনুমতিমুম্বই ছাব্বিশ এগারো হামলার অন্যতম ষড়যন্ত্রকারী ডেভিড হেডলি ও তাহাব্বুর রানার স্বীকারোক্তির ভিডিও টেপের অংশবিশেষ প্রকাশ করার অনুমতি দিল মার্কিন আদালত। শিকাগোর আদালতে লস্কর ই তৈবার সদস্য হেডলি ও রানা এই স্বীকারোক্তি করেছিল। পাকিস্তানি বংশোদ্ভূত  মার্কিন নাগরিক হেডলি ও কানাডিয়ান নাগরিক তাহাব্বুর রানাকে জেরা করেছিলেন এফবিআই গোয়েন্দারা। জেরায় দুজনের স্বীকার করেছিলেন পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদত ছিল মুম্বইয়ের ওই হামলার পিছনে। এই টেপ প্রকাশ্যে আসায় মুম্বই হামলা নিয়ে ফের চাপের মুখে পড়বে পাকিস্তান।

First Published: Thursday, October 20, 2011, 16:07


comments powered by Disqus