গুলাম নবি ফাই-এর ২ বছরের হাজতবাস

গুলাম নবি ফাই-এর ২ বছরের হাজতবাস

গুলাম নবি ফাই-এর ২ বছরের হাজতবাসপাকিস্তানি গুপ্তচর গুলাম নবি ফাইকে দু'বছরের কারাদণ্ডে দণ্ডিত করল মার্কিন আদালত। মার্কিন প্রশাসনের সঙ্গে প্রতারণা, ষড়যন্ত্র এবং গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে ফাইয়ের বিরুদ্ধে।

মূলত, কাশ্মীর ইস্যুতে মার্কিন রাজনীতিকদের পাকিস্তানের পক্ষে প্রভাবিত করার জন্য পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়-এর থেকে গোপনে প্রায় সাড়ে ৩ কোটি ডলার নিয়েছিলেন ফাই। বহু শীর্ষ মার্কিন রাজনীতিকের সঙ্গে ফাইয়ের যোগাযোগও হয়েছিল। যদিও তারা এই পাক গুপ্তচরের কার্যকলাপ সম্পর্কে অন্ধকারেই ছিলেন।

দু'বছরের কারাদণ্ডের পরও ফাইকে আরও ৩ বছর নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছে ভার্জিনিয়ার আদালত। একই সঙ্গে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, ভবিষ্যতে গুলাম নবি ফাই কোনও পাকিস্তানি সরকারি আধিকারিক বা আইএসআই-এর কর্মীর সঙ্গেও যোগাযোগ রাখতে পারবে না।





First Published: Saturday, March 31, 2012, 15:17


comments powered by Disqus