Last Updated: April 21, 2012 14:21

ভারতের কর ব্যবস্থা নিয়ে আশঙ্কার কিছু নেই। বিনিয়োগের জন্য ভারত যথেষ্টই সম্ভাবনাময় এবং নিরাপদ গন্তব্য। আমেরিকা সফরে এসে ওয়াশিংটনে মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে ফের একবার এই আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়।
চলতি বছরের জানুয়ারি মাসে ভোডাফোনের সঙ্গে ১২, ০০০ কোটি টাকার কর বিতর্ক মামলায় সুপ্রিম কোর্টে হার হয় কেন্দ্রের। ২০০৭-এ হংকং ভিত্তিক মোবাইল পরিষেবা বহুজাতিক হাচিসন-এসারে হাচিসনের ৬৭ শতাংশ শেয়ার প্রায় ১,১০০ কোটি ডলারের বিনিময়ে কিনে নেয় ভোডাফোন। কিন্তু এ জন্য ভারত সরকারকে কোনও কর দেয়নি তারা। ভোডাফোনের দাবি ছিল, এই অধিগ্রহণে বিদেশের মাটিতে দু`টি বিদেশি সংস্থার মধ্যে চুক্তি সই হয়েছে। এ জন্য কোনও কর দাবি করতে পারে না ভারত সরকার। উল্টো দিকে কেন্দ্রের দাবি ছিল, সংশ্লিষ্ট দুই মোবাইল পরিষেবা সংস্থার ব্যবসার বড় অংশ ভারতে হওয়ায় কর তাদের প্রাপ্য।
সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ে হারের পর এ বিষয়ে নতুন আইন প্রণয়নে উদ্যোগী হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ভারতে ব্যবসা করা দু`টি বিদেশি সংস্থা নিজেদের মধ্যে চুক্তি করলে বাজেটে তাদের ওপর কর আরোপ করার প্রস্তাব করেছেন প্রণব মুখোপাধ্যায়। মার্কিন উদ্যোগপতিদের অভিযোগ, এই পদক্ষেপ আন্তর্জাতিক কর-নীতির পরিপন্থী। বিশ্বব্যাঙ্ক এবং ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের সভায় যোগ দিতে ওয়াশিংটন গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানেই প্রণব মুখোপাধ্যায়কে নিজেদের আশঙ্কার কথা জানান মার্কিন উদ্যোগপতিরা। তাঁদের আশ্বস্ত করে ভারতের অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ অনুকূল পরিবেশ তৈরি এবং লগ্নিকারীদের স্বার্থরক্ষার বিষয়ে যথেষ্ট সচেতন মনমোহন সরকার।
First Published: Saturday, April 21, 2012, 14:21