Last Updated: March 15, 2014 18:50

কাদম্বরী মরে প্রমাণ করেছিল সে মরেনি। অনেকটা সেই রকমই করে দেখালেন মিসিসিপির ৭৮ বছর বয়সী কৃষক। কিছুদিন আগেই কিছুদিন আগেই বিশ্বজুড়ে খবরের হেডলাইন তৈরি করেছিলেন তিনি। ওয়ালটার উইলিয়মস নামের ওই বৃদ্ধ শবদেহ বহনকারী ব্যাগের মধ্যে থেকে হঠাৎই বেঁচে উঠেছিলেন উইলিয়মস।এবার সত্যি সত্যিই মারা গেলেন উইলিয়াম।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হার্টের অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উইলিয়াম। ২৭ ফেব্রুয়ারি তাঁর হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। হাসপাতাল থেকে উইলিয়ামকে মৃত বলে ঘোষণা করা হয়।
মৃতদেহ বহনকারী ব্যাগের মধ্যে উইলিয়ামের `শবদেহ` বহন করে গোরস্থানে যাওয়ার প্রস্তুতি চলার সময় হঠাৎই ব্যাগের মধ্যে নড়েচড়ে ওঠেন উইলিয়াম। প্রাথমিকভাবে সবাই বেশ ঘাবরে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই উইলিয়াম আরও দ্রুত নড়াচড়া শুরু করলে তাঁকে তড়িঘড়ি ব্যাগ থেকে বার করে আনা হয়। উইলয়ামের নিজের মতে নিকে নাকি গভীর ঘুমে ছিলেন। তাঁর পরিবারের লোকজনের কাছে মৃত্যুর মুখ থেকে উইলিয়ামের ফিরে আসাটা শুধুই ঈশ্বরের আশীর্বাদ ছিল।
First Published: Saturday, March 15, 2014, 18:50