Last Updated: July 10, 2012 11:42

তীব্র গরমে আমেরিকায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হল। তাপপ্রবাহের কবলে দেশের পূর্ব ও মধ্যভাগ। তবে, আবহাওয়াবিদরা আশার কথা শুনিয়েছেন। কানাডা সীমান্ত দিয়ে ঠাণ্ডা হাওয়া ঢুকতে শুরু করায় পরিস্থিতির উন্নতি হবে বলে পূর্বাভাস দিয়েছেন তাঁরা।
আইওয়া থেকে পূর্ব উপকূল। মার্কিন মুলুকের বিস্তীর্ণ অংশ এখন তীব্র তাপপ্রবাহের কবলে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। রেকর্ড গরমে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ইন্ডিয়ানার গ্রিনফিল্ডে গাড়ির ভিতর মারা গেছে ৪ মাসের একটি শিশু। ওয়াশিংটন, নিউইয়র্ক, ফিলাডেলফিয়ার মতো বড় শহরগুলিতে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। নাওয়া-খাওয়া ভুলে রাতদিন কাজ করছেন এসি মেশিন সারাইয়ের সঙ্গে যুক্ত কর্মীরা।
তবে, আশার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। কানাডা সীমান্ত দিয়ে আমেরিকার উত্তর ভাগে ঢুকতে শুরু করেছে ঠাণ্ডা হাওয়া। এই বাতাস পূর্ব উপকূলে পৌঁছলে গরম থেকে স্বস্তি মিলবে। নামবে বৃষ্টি। এমনই পূর্বাভাস মার্কিন আবহাওয়া দফতরের।
First Published: Tuesday, July 10, 2012, 11:42