বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মার্কিন জাহাজ আটক করল ভারত

বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মার্কিন জাহাজ আটক করল ভারত

বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মার্কিন জাহাজ আটক করল ভারতবেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে, এক মার্কিন জাহাজকে আটক করল ভারত। তামিলনাড়ুর তুতিকরিন থেকে পনেরো নটিক্যাল মাইল দূরে, গত বারোই অক্টোবর জাহাজটিকে আটক করা হয়েছে। আপাতত তুতিকরিন বন্দরেই আটকে রাখা হয়েছে এমভি সিম্যান গার্ড নামে ওই জাহাজটিকে।

জাহাজে ১০জন নাবিক ও ২৫জন সশস্ত্র রক্ষী রয়েছেন। আর রয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। ক্যাপ্টেনের দাবি, জলদস্যুদের হাত থেকে মার্কিন পণ্যবাহী জাহাজগুলিকে বাঁচাতেই সঙ্গে রক্ষী ও অস্ত্র রাখে তারা। কিন্তু, সেইসব অস্ত্রের কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জাহাজের নাবিক ও পঁচিশজন রক্ষীর বিরুদ্ধে, বেআইনি অস্ত্র মামলায় এফআইআর দায়ের করা হয়েছে।  

First Published: Monday, October 14, 2013, 15:07


comments powered by Disqus