হেডলিকে এখনই হাতে পাচ্ছে না ভারত

হেডলিকে এখনই হাতে পাচ্ছে না ভারত

হেডলিকে এখনই হাতে পাচ্ছে না ভারতমুম্বই হামলায় জড়িত লস্কর জঙ্গি ডেভিড কোলম্যান হেডলিকে এখনই হাতে পাচ্ছে না দিল্লি। হেডলির প্রত্যর্পণের সম্ভাবনা খারিজ করে দিয়েছে ওয়াশিংটন। তদন্তে মার্কিন প্রশাসনকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে হেডলি।

আমেরিকায় থেকে অন্য দেশের বিচার প্রক্রিয়ায় উপস্থিত হতেও তাঁর আপত্তি নেই। হেডলিকে জেরা করে অন্যান্য জঙ্গি সংগঠন সম্পর্কে আরও তথ্য হাতে পেতে চায় আমেরিকা। এই অবস্থায় শিকাগোর আদালতে ভারতে হেডলির প্রত্যর্পণের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল। ভারতীয় গোয়েন্দারা আগেই হেডলিকে আমেরিকায় গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন বলে আদালতকে জানিয়েছেন তিনি। তদন্তে সহযোগিতা করায় মার্কিন প্রশাসন হেডলির মৃত্যুদণ্ড চায় না বলেও আদালতে জানিয়েছেন সে দেশের অ্যাটর্নি জেনারেল।   





First Published: Wednesday, January 23, 2013, 22:05


comments powered by Disqus