মার্কিন জাহাজে বেআইনি অস্ত্র, তদন্ত শুরু ভারতের

মার্কিন জাহাজে বেআইনি অস্ত্র, তদন্ত শুরু ভারতের

মার্কিন জাহাজে বেআইনি অস্ত্র, তদন্ত শুরু ভারতের মার্কিন জাহাজে বেআইনি ভাবে চলছিল অস্ত্র পাচার। সোমবার জাহাজ কর্মীদের জেরা শুরু করল ভারতীয় প্রসাশন। অভিযোগ, অনুমতি ছাড়াই ভারতের জলসীমায় অস্ত্র নিয়ে আসা।

গত ১২ তারিখ টুটিকোরান থেকে ১৫ নটিকাল মাইল দূরে ভেসেলটিকে আটক করে নৌসেনা। এমভি সিম্যান ওহি নামে জাহাজটি থেকে উদ্ধার হয় ৩১টি অ্যাসল্ট রাইফেল ও ৫ হাজার রাউন্ড কার্তুজ।

জাহাজটিতে মোট ৩৫ জন ছিলেন। তাঁদের প্রত্যেককেই আটক করা হয়েছে। আটকদের মধ্যে ১০ জন জাহাজ কর্মী, বাকি ২৫ জন ভারত, ব্রিটেন ও ইউক্রেনের সশস্ত্র নিরাপত্তা রক্ষী। আরও রয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। ক্যাপ্টেনের দাবি, জলদস্যুদের হাত থেকে মার্কিন পণ্যবাহী জাহাজগুলিকে বাঁচাতেই সঙ্গে রক্ষী ও অস্ত্র রাখে তারা। কিন্তু, সেইসব অস্ত্রের কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জাহাজটির বেআইনি অস্ত্র মামলায় এফআইআর দায়ের করা হয়েছে।


First Published: Tuesday, October 15, 2013, 16:56


comments powered by Disqus